বছর ঘুরে আজ আবার সেই দিন।
আলতো ছোঁয়ায়
নিঃশ্বাসের শব্দ  ...
বুকের মাদলে
ঠোঁটের যুগলবন্দী ...
গোধূলি লগ্নে সে এক আশ্চর্য নারী
বুঝিয়ে গেলো, এ শরীর সীমাহীন।
বছর ঘুরে আজ আবার সেই দিন।


বছর ঘুরে আজ আবার সেই দিন।
গোলাপী আলাপ
মধুপ আবেশে ...
রূপ জাগানিয়া
আঙ্গুল ছোঁয়ানো ...
সন্ধ্যা মেঘের সে এক কবিতার নারী
ভাসিয়ে দিলো; এ আমার চিরঋণ।
বছর ঘুরে আজ আবার সেই দিন।