'ভালোবাসি' ...'ভালোবাসি'
এই কথাটা তোমায় ঠিক
বলা হয়নি তেমন করে ......


যেমন করে বললে পরে -
আকাশ ভেঙে বৃষ্টি পড়ে।
অন্ধকারে জোনাক জ্বেলে
আলোর পরী নৃত্য করে।
মাটির বুকে সবুজ কণা
হাসি দিয়ে আলপনা দেয়।
ভোরের পাখি কদম ফুলে
ঠোঁট বুলিয়ে দোলনা দোলায়।


যেমন করে বললে পরে -
রাত বিরেতে ফিসফিসানি।
হলিউডের ঘোড়ায় চড়ে
ঠক্‌ ঠকা-ঠক্‌ ছুটিয়ে আনি।
সন্ধ্যেবেলায় চাঁদের আলোয়
কোকিল ডাকে বেহাগ সুরে।
স্বপ্নে দেখা রাজকন্যে
বাতি জ্বালায় পার্সী ঘরে।


যেমন করে বললে পরে -
মায়ের কথা মনে পড়ে।
গভীর কিছু দুঃখ ব্যথায়
নরম বুকের স্পর্শ পড়ে।
হারানো সব আনন্দ গান
আকাশ বাতাস ভাসিয়ে যায়।
সব হারালেও মনের বাঁশি
আগমনীর বাজনা বাজায়।


'ভালোবাসি' ...'ভালোবাসি'
এই কথাটা তোমায় ঠিক
বলা হয়নি তেমন করে ......