একটি কথা জানাই তোমায় জনান্তিকে -
ওই আকাশে আমরা ছিলাম তারার ধুলো।
কোটি বছর পেরিয়ে এসে আবার দেখা -
সেই ফাগুনে আমার আগুন তোমায় ছুঁলো।


জানলা দিয়ে যখন সবুজ হাত বাড়ালো -
বর্ষা অবুঝ বলতে আসে গোপন কথা।
বন্ধ্যা গাছে সন্ধ্যা নামে নিবিড় দুঃখে।
তোমার দেখি অবাক করুণ নীরবতা।


মনে আছে ? বলেছিলে, উপেক্ষা নয় -
সময় এলেই খুঁজে নেবে উজান মেলায়।
আবেশ রঙে এখন খেলা আকাশ জুড়ে -
বন্ধু হবে ? নেবে আমায় আবীর খেলায় ?