মনে হয় যেন ,আজীবন আমার বন্ধু ছিল ছায়া।
আলোর ইশারাতে যখনই খুঁজেছি, সঙ্গে পেয়েছি তাকে।
অনুকৃতি হলেও, নিজস্বতায় উজ্জ্বল।
দৈর্ঘে , প্রস্থে , অবয়বের কৌণিকতায় বুঝিয়ে দিতো
সমর্পিতা হয়েও তার জানতে অসুবিধে হয়নি কখনো।


কবিতার নারী তুমি, এতো আলো জ্বেলেছো যখন
প্রেম যদি বিবস্বান্‌ ,  গ্রহে উপগ্রহে দিয়েছে ছড়িয়ে
কোন্‌ রঙে রেঙেছো, ছায়াসঙ্গিনী ?



মনে হয় যেন ,আজীবন আমার বন্ধু ছিল ছায়া।
অন্ধকারের গভীরে যখনই চেয়েছি, অনুষঙ্গে ছুঁয়েছি তাকে।
অনুগামী হলেও, প্রমূর্ততায় প্রাঞ্জল।
রীতে, বিপরীতে, ব্যবহারের মৌনতায় বুঝিয়ে দিতো
চিত্রার্পিত হলেও তার চিনতে অসুবিধে হয়নি কখনো।


কবিতার নারী তুমি, এই পথে এসেছো যখন
প্রেম যদি আলোকবর্তিকা, কিরণমালা দিয়েছে জড়িয়ে
কোন্‌ সাজে সেজেছো, ছায়াসঙ্গিনী ?