চলবে বলে পা বাড়ালে ।
ঘাসের ওপর আলতো ছোঁয়ায়
শিশির কণায় শিরশিরানি ।
ছন্দ ছিল, চলায় তোমার ছন্দ ছিলো।


ডুববে বলে গা ভাসালে ।
জলের ওপর শরীর দোলায়
শালুক ফুলের উসখুসানি ।
গন্ধ ছিল, বুকে তোমার গন্ধ ছিলো।


বলবে বলে সামনে এলে ।  
চোখের ভাষায় এ মন ভোলায়  
কানে কানে ফিসফিসানি ।
গল্প ছিল, কথায় তোমার গল্প ছিলো।


দেখবে বলে চোখ মেলালে ।
মুখের সলাজ ওড়না তোলায়
অঙ্গে অঙ্গে তিরতিরানি ।
স্বপ্ন ছিল, চোখে তোমার স্বপ্ন ছিলো।