কলকাতার রাজপথে
সন্ধেবেলা,
হঠাৎ দেখা ঝড়ের সাথে।


এলোমেলো বাতাস এলো
পথের ধুলো
ঝরা পাতা
শূন্যে উড়ে ,আকাশ পেলো।


অরুণিমা তখন কেন
অতল চোখে,
শীতল মেঘে
হাত বাড়ালে? বৃষ্টি হলো।


পথের পাশে আমের গাছে
ঝড়ের মাতন
যেই পড়েছে,
আম ঝরেছে , আঁজলা খোলো।


সন্ধেবেলায় , এ কলকাতায়
বাউল মেয়ে আম কুড়ালো।
বাউল মেয়ের কাজ ফুরালো।