নীল ক্যানভাস, সাদা তুলো মেঘ, কনক চাঁপা।
বৌ কথা কও, সর্ষের ক্ষেতে বাতাস কাঁপা।  
এমন দৃশ্য মনে মনে দেখি, কি যেন নেই !
হলুদ শাড়িতে, জুঁই মালা চুলে, তুমি এলে যেই
মেঘ মেঘ পাখি, বৌ কথা ফুল, নীল তুলো।
কাঁপা চাঁপা সব মিলে গেলো যেন, এলোমেলো।