তোমার সব অতীত দুঃখ ব্যথা আমাকে দাও।
আমি খুঁজে রাখি কিছু বিশল্যকরণী, যদিও হারাও।


প্রিয় রমণীর রমণীয় গৃহস্থ অভিসার।
ছিন্নভিন্ন শৈশব কৈশোর কাল, সামনে ব্যভিচার।
কামাসক্ত পশুদের নিত্য আনাগোনা।
দৈবাৎ অবলা জ্ঞানে সমূহ যাতনা।


ছোট বেলার সেইসব দুঃখ ব্যাথা আমাকে দাও।
আমি খুঁজে রাখি কিছু বিশল্যকরণী, যদিও হারাও।


প্রিয় মানুষের চক্রান্ত, সাজানো অত্যাচার।
যৌবন বিদীর্ণ করা পাপ, বৈবাহিক বলাৎকার।
কর্দমাক্ত বাক্যবাণ প্রতিদিন শোনা।
সামান্য সুখের দাবি, দীর্ঘ কাল গোনা।


যৌবনের সেইসব দুঃখ ব্যথা আমাকে দাও।
আমি খুঁজে রাখি কিছু বিশল্যকরণী, যদিও হারাও।


জানি, জীবনের শ্রেষ্ঠ কিছু দিন বৃথা গেছে কেটে।
বাধিত দৃষ্টি, রুপোলী হয়েছে কেশ, চামড়া তামাটে।
তবু জেনো অনির্বাণ শিখা জ্বলে, বিহঙ্গমী মন।
সব ক্ষত নিরাময় হতে হবে, এনে দেব গন্ধমাদন।