প্রকৃতির হাসিমাখা সজীব সংকেত
রাত কোকিলের ডাক, হলেও অনিকেত।


তোমার পথে ঝরে পড়া সুগন্ধি সব চাঁপা
সর্ষে ক্ষেতের কাকতাড়ুয়ার তোমার মতো কাঁপা।  


নিঝুম দুপুর ঘুঘুর ডাকে বন্ধ্যা আমের গাছে
প্রজাপতির রঙিন উড়ান কিশলয়ের কাছে।


হঠাৎ ঝড়ে তোমার কাছে আমের ঝরে পড়া
আম কুড়িয়ে বাউল মেয়ের পরীর মতো ওড়া।


চাইছে কোকিল, চাইছে চাঁপা , প্রজাপতির আশা
নতুন আগমনী গানে , নতুন ভালোবাসা।