কিছুদিন আগে তার মৃত্যু হয়েছে, ফ্রান্সিসকা।
সে আর আসবেনা ফিরে কোনোদিন, আজ তুমি একা।


বিবর্তনের বাউন্ডুলে প্রজাতির শেষ প্রতিনিধি
হেঁটে গেছে বুকভরা অভিমান নিয়ে, মৃত্যু অবধি।


এবার দোলনায় বোস, কাঁদো, ভেসে যাও চোখের জলে।
ভাবো , কোনো ভুল করেছিলে নাকি, বিদায়ের কালে ?


সেতুর বাঁধন কেন গড়েছিলে, কেনই বা সঙ্গে ভ্রমণ ?
কেন লাজুক চোখে দেখা,  কেন ধরা দিয়েছিলো মন ?


কাব্যের আকীর্ণ মায়াজালে গড়েছিলে কিসের বন্ধন ?
কেন এনেছিলে ঘরে , কেন ওই বিজ্ঞাপিত রন্ধন ?


মোমের আলোয় ভেসে কেন ওই নৃত্য যুগলে ?
কেন পুরাতনী গান, নির্নিমেষ চাওয়া প্রতি পলে ?


দেহের সৌন্দর্য ডালি কেন মেলেছিলে তার কাছে ?
প্রকৃতির বিধি মেনে, কামনায় পুরুষের অধিকার আছে।


ভালোবেসে , ভালোবাসা পেয়ে, কেন তবু আত্মপ্রবঞ্চনা ?
কেন ভুলে থাকা, কোন অধিকারে তাকে করেছো বঞ্চনা ?


এবার হিসেব করো, কি পেয়েছো আর কি পেয়েও পেলেনা।
প্রজ্জ্বলিত পুরুষ সামনে এসে ডেকেছিল , তবুও গেলেনা।



("The bridges of Madison County" উপন্যাসটি পড়ার পরে। ........)