ফুল পল্লবিত হলে পল্লবগ্রাহীদের অভাব হয়না।
সুদীর্ঘ খরার পরে বৃষ্টি হলো। তোমার কি সুখ সয়না ?


এখুনি কি এমন ত্বরা
যে উদ্গমের কালেই নিরীক্ষণ, হাতে ধরা ?
হবে কি এমন ক্ষতিবৃদ্ধি
যে আবৃন্ত উপড়ে নিয়ে, তবে সিদ্ধি ?


সবে তো ফুটেছে সে নিদাঘের ঝড়ঝাপটা সয়ে।
বিলম্বিত অনুরাগে, পাপড়ি মেলে অজানা কোন ভয়ে।


অনাগত সৌরভের নির্বিকল্প সম্মানে
নিশ্চিন্ত বাতাস থাকুক না অপেক্ষায়, প্রণিধানে।
অনাগত পুষ্পরসের নিঃশব্দ ধারণে
চঞ্চল মধুকর থাকুক না প্রতীক্ষায়, অভিমানে।


ফুল পল্লবিত হলে স্তাবকদের অভাব হয়না ।
অবিনাশী ভালোবাসা সৃষ্টি হলেও ধরা দেয় , কি দেয়না !