তুমি তো বলোনি কোনো চপল ব্যাকুল অনুরাগে
পাশে থেকো, ভালো রেখো কিংবা চাইছি তোমারে।
ডানা মেলে দূরে গেলে, খেয়ে নিও সময় প্রভাগে
অথবা জানিও এসে, হলেও ব্যাস্ত কার্য ভারে।


হয়তো ভেবেছো বসে, জনারণ্যে, স্বজন-স্বরাগে
মঙ্গল কামনা করে, ইচ্ছা-দীপ জ্বেলেছো আঁধারে।
হয়তো গেয়েছো গান সন্ধ্যায় শুদ্ধ পূরবী রাগে
চাঁদ হেসে জানিয়েছে সুদূর সপ্ত সিন্ধুপারে।