তুমি বরং হেঁটে এসো রাস্তা ধরে -
কৃষ্ণচূড়ার ছায়ায় ছায়ায় আপন মনে।


দুপুর রোদে তোমার ভীষণ কষ্ট হবে
চারিদিকে বাতাস ভারী দিন দূষণে।


হতচ্ছাড়া পুরুষ গুলো হ্যাংলা চোখে
দেখতে গিয়েও ভুলে যাবে দেখার মানে।



তুমি বরং দরজা খোলো স্বপ্ন ঘরের
অপেক্ষাতে যারা ছিল তারাই জানে।


কিছুক্ষণের আলসেমিতে ক্লান্তি এলে
ব্যালকনিতে বসবে গিয়ে কিসের টানে।


ডালপালাতে, লাল ফুলেতে হাত বুলিও
জেনো, আমি গাছ হয়েছি এই বাগানে।