গাণিতিক সমীকরণের বাম দিক, ডান দিক।
কাটাকুটি করে, কত মাথা খুঁড়ে
যোগে বা বিয়োগে, গুণে বিভাজনে
সবশেষে কোনোদিন প্রদীপটা জ্বললে
বামেরা সমান হয় ডানে-দের সঙ্গে।


জীবনের সমীকরণ জুড়ে থাকে দশদিক।
ছোটাছুটি করে, ভেঙে আর গড়ে
ত্যাগে, সম্ভোগে , খুঁজে প্রিয়জনে
অবশেষে কোনোদিন ভাগ্যটা খুললে
শব্দ সমান হবে মানে-দের সঙ্গে।