আমি জীবনের সবটুকু উদাসীন সঞ্চয়
তোমাকেই দেব বলে বাঁচিয়ে রেখেছি।
তুমি নেবে কি না বলো ?


ভরা বসন্তের এই গুনগুন মৌমাছি
অনন্তলতা আর আকাশমনি ফুলে।
তুমি বন্ধ দুয়ার খোলো।  


কোমল শব্দ দিয়ে আঁকা কিছু ছবি,
লাল আবীর ছড়ানো সীমন্তের ওই দ্যুতি।
কার কাজে লাগবে বলো ?


জোড়া পায়রা জড়ানো আকাশ,
গোলাপী আভায় বনজ্যোৎস্নার গন্ধ।
এটাই স্বর্গ সন্ধান , চলো।


সেই কোন্‌ কালে কিছু শব্দ ভ্রমর
বাসা বেঁধে ছিল। তারাই কবিতা হয়ে,
অহল্যায় ফুল ফোটালো।


আমি জীবনের সবটুকু উদাসীন সঞ্চয়
ফেলে দেবার আগে একলা কেঁদেছি।
তোমারও কি চক্ষু ছলোছলো ?