যদি রাগ করো


হেমন্তের ভোর রাতে
প্রথম শিশির কণা হয়ে
ফুটবো আমি গোলাপের সাথে।
........মুছে দিও নিরাসক্ত হাতে।


যদি ভুল ধরো


অনির্বাণ ফাগুন পূর্ণিমাতে
বসন্ত কোকিলের ডাকে
থাকবো আমি অকাল প্রতীক্ষাতে।
........ভুলে যেও প্রমুক্ত প্রভাতে।


যদি কথা রাখো


মেঘমুক্ত পৌষালী প্রাতে
নিষ্পত্র কৃষ্ণচূড়া শাখে
ফিরবো আমি অপার আশাতে।
........গান গেও কাক মুক্ত ছাতে।