যখন দূরে থাকি ,
তখন যেদিকেই দেখি
তোমার ছায়া , প্রতিচ্ছায়ার সঙ্গে চোখাচোখি।


সবে তখন মেঘলা আকাশ, জেগে
রাত্রি শেষের অবকাশ ভেঙে
দক্ষিণের পাহাড়ের ওপর মাথা রেখে
নিশান্তের শেষ ঘুমটুকু শুষে নিচ্ছে। এই দেখে
ইচ্ছে হলো তোমার ঘুমন্ত মুখে  
একরাশ কোঁকড়ানো চুলের মেঘ মেখে
অসমাপ্ত চুম্বনের শেষ কণাটুকু যাই রেখে।  


যখন নেই জানি ,
তখন সেভাবেই মানি  
তোমার ভাব , অনুভবের সঙ্গে কানাকানি।