'তুমি আমার আরেকটি সত্তা।'
এই আবেগী কথার সারবত্তা
বোঝার আগেই যৌবনমদে মত্তা
তুমি জেনেছিলে সেই বাসবদত্তা
আর যায়নি অভিসারে, অগত্যা !


******


"আমি আছি, আমি থাকবো চিরদিন।"
এমন একটা সুদূরপ্রসারী কথা-ঋণ
নিতে গিয়ে ভাবতে হলো
করতে হবে শোধ।
মূলধন সময় তো ফুরালো,
রয়ে যায় সংক্রামিত বোধ।


******


ক্ষমা করো এই বিদীর্ণ প্রমা।
যত অসংবেদী কথা
যত বিবর্ধিত ব্যাথা
যত বিপ্রলব্ধ কামনা
যত কুন্ঠিত বাসনা
সব, সবকিছু করো ক্ষমা।
করো যদি , দিয়ে যাবো
তোমার উপমা।