কবিতাকে শাড়ির মতো মেলে
অঙ্গে তোমার পরিয়ে দেবো, আঁচল দিও তুলে।
জড়িয়ে রেখো বুকে। ভিজে যেও তেমন বৃষ্টি এলে।


কবিতাকে কাজল করে মেখে
এঁকে দেবো যত্ন করে তোমার দীঘল চোখে।
লজ্জা থাকুক মুখে। চেয়ে দেখো ও রূপ নির্নিমিখে।


কবিতাকে প্রদীপ করে জ্বেলে
তোমার পথে রেখে দেবো, দেখো দুচোখ মেলে।
একটুখানি ঝুঁকে, ছুঁয়ে যেও নকশী ছায়া ফেলে।


কবিতাকে আকাশ ভেবে মনে
উড়িয়ে দিও পায়রা তোমার, হলুদ ফুলের বনে।
মাতাল করা সুখে , ভাসুক ওরা নিমগ্ন নির্জনে।  


কবিতাকে নারী মনে করে
তোমার সাজে সাজিয়ে দেব, দেখবো নতুন করে।
যখন থাকি দুখে, তোমায় দেখি নতুন ঊষার ভোরে।