কেউ তো জানেনা কাঁখুলির বাঁকে
বাঁধা পড়ে আছে তোমার প্রেমিক ।
কেউ তো জানেনা সন্ধের শাঁখে
কান্না বেজেছে, তুমি ধার্মিক ।


কেউ তো জানেনা আবেগ লগ্নি
তোমার আদেশে লেজ নাড়া ঘেউ ।
কেউ তো জানেনা কামনা অগ্নি
বারবার জ্বলে, বোঝে না তো কেউ ।


কেউ তো জানেনা আম কুড়ানিয়া
ছোট্ট বালিকা রাজপথে ছোটে ।
কেউ তো জানেনা রাত জাগানিয়া
কবিতার নারী জ্যোৎস্নায় ফোটে ।


কেউ তো জানেনা শরীরী ভাষায়
তুমুল সময় থরথর কাঁপে ।
কেউ তো জানেনা আশায় আশায়
ঝরা বালি শুধু সময়কে মাপে ।


কেউ তো জানেনা অভিমান তার
ভোরের কুঁড়ির আধ ফোটা মুখ ।
কেউ তো জানেনা সুরের বাহার
অন্তরা থেকে সঞ্চারী সুখ ।


কেউ তো জানেনা ছিল ভালোবাসা
শীত ঘুমে ছিল যৌবন ।
কেউ তো জানেনা সৌরভ আশা
কাছে এসেছিলো একজন ।


তাকে চেয়েছিলো একজন...।
পাশে বসেছিলো একজন... ।
মন ছুঁয়েছিল একজন... ।