'শিল্পীর প্রেমে আমি হামেশাই পড়ি।'
এই বলে সে দূরে যায়।
এই লিখে সে ভুলে যায়।
এই ভেবে সে খুব হাসে।
জেনেছিলো দাম তার শুধু কানাকড়ি।
'শিল্পীর প্রেমে আমি হামেশাই পড়ি।'


আবেগের অকারণ বিনিয়োগ করা
চলবে না এই ভাবে।
বলবে না অনুভবে।
নস্যাৎ করা হবে।
অনুমতি নিলে তবে হতে পারে ধরা।
আবেগের অকারণ বিনিয়োগ করা।


হাসাহাসি, ঘোরাঘুরি, ছোটাছুটি চলে।
পাহাড়ের বাগিচায়
রাজপথে, ফুটপাতে
সিনেমায়, থিয়েটারে।
মন থেকে মুছে ফেলে, পলে অনুপলে।
হাসাহাসি, ঘোরাঘুরি, ছোটাছুটি চলে।  


তারপর একান্তে ফাল্গুন শেষে
তার মেঘনীল মুখ
তার অভিমানী চোখ
তার শালবনি ঠোঁট
মন জ্যোৎস্নায় এলো ভেসে।
নির্জনে, একান্তে ফাল্গুন শেষে।