ঝড়ঝাপটায় জানলা ভেঙে কাঁচ ফুটেছে হাতে।
দু এক ফোঁটা রক্ত ঝরে তর্ক করার রাতে।
শোনো  ... তর্ক করার রাতে !


তর্ক করার রাতে কোকিল গাইতে ভুলে যায়।
কবর খুঁড়ে গলিত শব  ...বিদ্যুৎ চমকায়।
দেখো  ... বিদ্যুৎ চমকায় !


বিদ্যুৎ চমকায় দেখে ভয় পেয়েছো নাকি ?
এখনো তো আসল কথা বলার আছে বাকি।
আরও ...বলার আছে বাকি !


বলার আছে বাকি কিন্তু শোনার কিছু নেই।
প্রেমের গরল উপচে পড়ে, হারানো সব খেই।
পথে ...হারানো সব খেই !


হারানো সব খেই মানে জীবন ঝরা পাতা।
মাড়িয়ে দিয়ে চলেই গেলে এই কবিতার খাতা।
নীরব ... এই কবিতার খাতা !