বৃষ্টি ভেজা দুপুরবেলায় মন মানে না ।
বুকের মাঝে একলা থাকা -
সুখের মাঝে দুঃখ মাখা -
কেউ ভাবে না, কেউ শোনে না, কেউ জানে না ।


বাড়ির বাগান, আমের গাছে ফুল ফোটে না ।
মৌমাছিদের যাওয়া আসা -
হলুদ পাখির সেই দুরাশা  -
কেউ বোঝে না, কেউ খোঁজে না, কেউ জোটে না ।


শান্ত মেয়ের ক্লান্ত চোখে ঘুম আসে না ।
রাত কোকিলের হঠাৎ ডাকা -
তার পুরুষের সঙ্গে থাকা -
কেউ বলে না, কেউ মাতে না, কেউ হাসে না ।


বৃষ্টি ভেজা দুপুরবেলায়  ...... ও বেনেবউ !
তোমায় বোঝে না কেউ, দেখে না কেউ, জানে না কেউ।