যে পথে আমাদের হাত ধরে হেঁটে যাবার কথা ছিল
অথচ হয়নি যাওয়া।
যে কথা নদী তীরে ভরা জ্যোৎস্নায় বসে বলার কথা ছিল
অথচ হয়নি বলা।
যে চুম্বন শাল্মলী ছায়ায় অধরোষ্ঠে এঁকে দেবার কথা ছিল
অথচ হয়নি দেওয়া।
যে গোলাপী ভ্রূণ পুষ্পগন্ধী গর্ভে জন্মানোর কথা ছিল
অথচ জন্মায়নি সে।


তারা অপেক্ষায় আছে।


এই গ্রহে নাই বা হলো, অন্য কোনো গ্রহে।
এ জীবনে নাই বা হলো, অন্য কোনো জীবনে।
সময় ধ্যানমগ্ন হলে, তারাদের ধূসর ধুলোয়
মহাজাগতিক পথে দেখা হবেই আমাদের।


ততদিন অপেক্ষায় থেকো।