তোমাকে চাওয়া আর পাওয়ার মাঝের দূরত্ব
সম্ভাব্যতার এক জটিল সমীকরণ। এক্স-এর একাকীত্ব
এমনই এক অলীক স্বপ্ন ছিল।  ওয়াই-গুলো পরস্পর
বহুমাত্রিক 'না'-এর সমাহারে ছিল আপাতনির্ভর।


সম্ভাব্যতার হিসেবে সে অতিক্ষীণ, শূন্যাভিমুখী।
তার ওপর অনড় নিবিষ্ট ধারণা ,'আমি তো খুব সুখী। '
তবু অর্কবর্ণী ফুল প্রতীক্ষার পাথুরে জমিতেও ফোটে ।
ঊষসীর আলোয় রাঙা প্রেম আসে, ধরা দেয় উন্মীলিত ঠোঁটে।