পাগল যদি বলতে হয় , আমাকে বোলো।
মনকে যদি গলতে হয়, আগল খোলো।
আমি সুদীর্ঘ পল অনুপল গুনে,
মৌ পিয়াসী মধুপের গুঞ্জন শুনে,
এটা বুঝেছি যে ওভাবে ঠিক হয়না।
ক্ষতমুখে প্রলেপ দিলে, তাও কি রক্ত বয়না?


পাগল যদি বলতে হয়, আমাকে বোলো।
তেমন করে জ্বলতে হলে,  ঘোমটা তোলো।
আমি সাদা ক্যানভাসে ফোঁটা দিয়ে,
তোমার কালো টিপের কাছে গিয়ে,
জেনেছি, কারো প্রভাবেই সে তো ক্ষয়না।
এই সিংহাসনেই আসীন, অন্য কোথাও যায়না।  


পাগল যদি বলতে হয়, আমাকে বোলো।
নতুন পথে চলতে হলে , ও পথ ভোলো।
আমি সম্পূর্ণ নগ্ন রূপ তোমাকে দিয়ে,
দশটি সুগন্ধি আঙুলের স্পর্শাধিকার নিয়ে,
বুঝেছি, সৃষ্টি আর কষ্টের সন্ধিক্ষণ, পায়না
তোমার লাজুক চোখ, অবাক মনের আয়না।