কত দিন রাত কেটে যায় প্রেমহীন বারুদের মতো ।
স্ফুলিঙ্গ কিছু কষ্ট এসে গেলেই, বিস্ফোরণ যত।


বিস্ফোটিত সময় ছিন্নভিন্ন মনের টুকরো গুনে
জোড়া দেবার ফন্দি ফিকির খোঁজে মনে মনে।


তুমি ব্যস্ত হয়ো না, কারো ঘুম ভাঙিয়ো না , দরজা খুলো না।
সুদর্শন ট্রোজান ঘোড়ার সাথে ভুলেও যেন আপোষ করো না।


কোনোদিন যদি রক্তের কোলাহল শুনে
গেয়ে ওঠো প্রিয় গান ভরা ফাল্গুনে,
মেলে ধরো দুরন্ত যৌবন। ভাবো, বিরূপাক্ষ কোথায় গেলেন ?
জেনো ইতিহাসের শিক্ষা, আবার নিক্ষিপ্ত হবে গর্বিণী হেলেন।