পাশাপাশি বসে আঙুলের প্রান্ত ছোঁয়া  ....
মুখের দিকে চেয়ে চিত্রার্পিত চোখ অপলক।


মাত্র কয়েকটি বিহ্বল ঘনীভূত মুহূর্ত ...
সচল ঘড়ির বুক থেকে ছিনিয়ে এনেছি।


ঋতম্ভরা তুমি; আজ তোমার গল্প শুনেছি।



খুব কাছে অসংখ্য সন্ধানী চোখ, বৃহন্নলা শব্দবাণ  ....
কাঁচের জানালা ভেদ করে আসে অবক্ষয়ী কাল।


তবু যেন পাল তোলা নৌকায় মধুমন্তী রাগ  ...
ঘাস ফুলের বিছানায় শুয়ে স্বর্ণকেশর মেখেছি।


ঋতম্ভরা তুমি; আজ হঠাৎ তোমায় দেখেছি।