অনেক রাত্রি ঘুমিয়েছি সোনা; ঐচ্ছিক মরণ।
এবার তোমার কথায় ভেজানো অন্ধকার -
নিঃশব্দ শিশিরের গন্ধ মাখা বৃন্ত অবকাশ ...
করোনা- কালেও বধ করেছে দুরন্ত ভাইরাস।


ঘুমের মতো সুপ্ত রোগ, সংক্রমিত জীবন।
এবার তোমার শরীর সাজানো অলংকার -
কবোষ্ণ স্তনাগ্রের ঢেউয়ে জাগা মধুপী প্রকাশ  ...
করোনা- কালেও বধ করেছে দুরন্ত ভাইরাস।


রাত্রিদের ঘুম পাড়ানো, তারপর সংলাপী সম্মোহন।
এবার তোমার আদিম অভিযোজিত শীৎকার।
ঈহিত উরজ দুটির মুক্ত উড়ান, আকুল আকাশ  ...
করোনা- কালেও বধ করেছে দুরন্ত ভাইরাস।