নদীর ধারে একা যখন
সর্ষে ক্ষেতের আগুন নিয়ে,  
সজল ধবল সলাজ মেয়ে  
রঙ ধরেছে অরুণিমা।


অরুণিমা কাজল চোখে
চাইলো অবাক স্রোতের পানে।
কি যেন এক ঢেউয়ের গানে
হাতছানিতে নামলো জলে।


জলের তখন খুব কাঁপুনি
পদ্ম পায়ের স্পর্শে পাগল।
ঢেউয়ের দোলে দেহের আগল
যায় ভেসে যায় তরঙ্গিত।


তরঙ্গিত শরীর নাচে
ছলাৎ ছলাৎ শব্দে সে কি!
গভীর গোপন সুখের পাখি
অচিনপুরে কল্লোলিত ।


কল্লোলিত, যখন রানী  
ডুব দিলো সেই রূপনদীতে,
নিঝুম কুসুম অহল্যাতে
সন্ধ্যা শরীর চঞ্চলিত।