সফেন সাদা মেঘের মাঝে সবুজ রঙা টিয়ে।
দেখে এলাম মহুয়াটুলি গ্রামের পথে গিয়ে।
টিলার ওপর ফুল, কাজল কালো ঝিল।
কোথায় যেন দেখেছি এর আগে   .....
সে কি তোমার চোখ ? যুগল স্তনের মিল ?


ভাটিয়ালি গানের সাথে মাদল বাজায় মাঝি,
শুনে এলাম। পরানজুলি নদীও তখন রাজি।
গহীন ভরা গাঙ, নাগরী চলার ছন্দ।
কোথায় যেন ছুঁয়েছি এর আগে   .....
সে কি তোমার ঠোঁট ? নাভির গোপন গন্ধ ?


পাহাড়িয়া পথে যখন সন্ধ্যা নামে ধীরে,
হেঁটে এলাম দেওইমালী পাহাড়চূড়া ঘিরে।
বিরহী বাঁশির সুর, উদাস পথের বাঁক।
কোথায় যেন শুনেছি এর আগে   .....
সে কি তোমার গান ? শালিক উড়ান ডাক ?