ও তো সারাদিন ধরে গুনগুন করে
গেয়ে যায় গান, কথা সুর করে।
ছন্দে গন্ধে , ভাবে অনুভবে মন  
ছেয়ে থাকে হেমন্ত, সলিল, সুমন।  


ছবি তুলে রাখে কত অনুরাগে
প্রকৃতি যখন আড়মোড়া ভাঙে।
অথবা যখন কংক্রীট বনে
ভুল করে ফুল, ফুটে ওঠে কোণে।


ছবিতে কবিতা, ছবির কবিতাখানি।
লিখেই লুকায় , পাছে হয় জানাজানি।
তারপরে আর মনে থাকে না তো।
অকালে হারায়, অনাথ সে জাত।


হঠাৎ কখনো মাঝরাতে জেগে থাকে ।
কাঁচ ক্যানভাসে মোমের কবিতা আঁকে।
ঘুম ঘুম রাত, ধ্রুবতারা তার সাথে
কথা বলে তবু সৃষ্টিসুখের রাতে।