আমি জনারণ্যে সেই মেয়েটিকে খুঁজি
কিশোরীর ঔৎসুক্যে যে চেয়েছিলো সোজাসুজি;
চপলতায় বাঁশের শীর্ষ পাতাটির মতো দুলে
জানতে চাইলো, মন ভুলো হয় কিসের ভুলে ?


কলেজ স্ট্রিটের বই দোকানে খোঁজে 'অহল্যা' শব্দের মানে।
অথবা 'অকর্ষিত জমি' দেখে, তবেই অভিধান কেনে।


সাইকেলের সামনে বসে শহর দেখতে চায়।
সাতসকালে শুকনো গাছে, ফুল ফোটানোর প্রার্থনা জানায়।


জ্যোৎস্না আলোয় দেখতে ছোটে সাদা পায়রার উড়ান।
মধ্যরাতে শিস দিয়ে গায় রাতকোকিলের গান।


রাজপথে আম কুড়ায় কালবোশেখি ঝড়ে।
চাঁপা ফুলের দুঃখ ভোলায়, রাস্তা থেকে তুলে আনে ঘরে।


সেই মেয়েটি আজ স্মৃতি অভিঘাতে, উদাসীন মনে
নাকছাবি নয়, নিজেই কি হারালো ধূসর হলুদ বনে ?