নিজের অজান্তেই কখনো কখনো
অন্ধকার গুহায় নির্মোহ প্রবেশ।


লাশকাটা ঘরের মতো শূন্যতায়
অবুঝ ছেলেবেলায় দেখা স্বপ্ন গুলির
মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে
অর্ধ শতাব্দী প্রাচীন জমাট অন্ধকারে।


ভোকাট্টা ঘুড়ির মতো কয়েকটি স্মৃতি
জ্বালিয়ে নিয়ে দেখি আকাশের গায়ে
ফুটে থাকা তারা দেখা যায় কি না।


স্মৃতি গুলি একে একে পুড়ে ছাই হয়ে গেলে
দেখা মেলে তোমার। তুমি ধ্রুবতারা হয়ে
জেগে আছো জীবনের উত্তর আকাশে।