অর্ধেক আকাশগঙ্গা পেরিয়ে এসে
স্বাতী নক্ষত্রের আলো থেমেছে তোমার কাছে।
দেখেছে পথিক, দীর্ঘ যাত্রাপথের শেষে
তোমার পল্লবিত বুকে অশেষ মধু আছে।


মাংসের ওজন বিচারে যারা চেয়েছিলো ,
শুশুনিয়া পাহাড়ে তুলে, ফেলেছিলো অতলান্ত খাদে।
তাদের স্মৃতির উদ্দেশ্যে পাগলী তালি দিলো
তিন কাক উড়ে গেল; ভাসালো উলঙ্গ উন্মাদে।


অক্ষম পুরুষের থাবায় আহত করুণ কবুতর
মূর্খ প্রজাতীয় ঋণে অনাবিষ্ট শিক্ষিত বর্বর।
ঋণ শোধ করে যেতে হবে , তবেই সে আবার আকাশে
মুক্তপ্রাণে শঙ্খনীল গান , শোনাবে প্রতিভাসে।