ওরকম দু একটি কথার সঞ্জীবনী
জীবনটাকে আরো কিছুটা বেঁচে থাকার যোগ্য করে তোলে।
তাই যদি বুঝে থাকো , তবে কেন
এতো কৃপণতা , কেন টানাটানি ?


দু একটা শব্দের ফের বদলে রানী
যদি মৃত যৌবন শীতের চাদরে চিরতরে ঢেকে যাবার কালে
আবার জেগে ওঠে, তবে কেন
এতো দ্বিধা-দ্বন্দ্ব , কেন মানা মানি ?


দু একবার চোখের দেখায় অভিমানী
যদি পুঞ্জীভূত হর্ষ ব্যথা হিমগর্ভ থেকে নেমে আসে গলে।
সৃষ্টি, বৃষ্টি হয়ে ঝরে। তবে কেন
এতো বিপ্রকর্ষ , কেন জানাজানি ?