দীর্ঘ প্রতীক্ষা শেষে, সন্ন্যাসী গুহা ছেড়ে বেরিয়ে এসে
শূন্যে ভেসে বললে " ও হে ! এলে কেন ছদ্মবেশে ?"


"দেখোনি কি প্রবেশ দ্বারে , লেখা আছে ধৈর্য ধরো
লেখা আছে মুক্তি পেতে, মুক্ত হয়ে প্রবেশ করো।"


"এসেছো কি দেখবে বলে , কেমন করে আকাশ কোলে
সূর্য ডোবে অন্ধকারে, চন্দ্র নামে মন্দ্র চালে ?"


"অন্ধকারের কালি দিয়ে, লিখতে শূন্য সকাল খাতায়
এসোনা আর এ বেশ পরে, রিক্ত গাছের অবাক পাতায়।"


"জানোনা কি এই দেশেতে, সবাই আসে রাত্রি শেষে
ভোরের আলোয় ভিজবে বলে , মন্দ ভালো নির্বিশেষে?"