তোমার মুখের আদলে তৈরি দেবীর মুখ, স্মিত হাসি।  
একটি সাদা রাজহাঁস  ...
কোলের ওপর শায়িত বীণায়  ..... রাগ ভীমপলাশী।


পাটিগণিত বই , যা বন্ধ ছিল মাস্টারমশায়ের প্রহারে।
কালির দোয়াত, কলম  ...
পুরোহিতের মন্ত্র, 'কুচ যুগ শোভিত মুক্তা হারে  ...'


পাড়ার বাবুলদা' অঞ্জলির ফুল ছুঁড়েছে নন্দিনীর বুকে।
ধুনোর গন্ধ, প্রসাদের থালা  ...
ভাবী রিক্সাওয়ালা কিশোর ছুটে বেড়ায় পরম সুখে।


***


বোধহয় এসব স্বপ্ন ছিল, পুজোর ভোর।
লতা মুকেশ গান ধরেছে, কাটছে ঘুমঘোর।  


কিসি রাহ্‌ মে কিসি মোড় পর ...
কঁহি চল্‌ না দেনা তু ছোড় কর  ...