ঘুমের মধ্যে স্বপ্ন। অথবা স্বপ্নেই ঘুম।
ঈশ্বর কে কয়েকটি প্রশ্ন-


বস্তুবাদ না ভাববাদ ? এবং তারপর ?
বস্তুর বস্তুত্ব কি শুধুই তার ভর ?
বস্তুর অস্তিত্ব কি তার নিহিত শক্তি ?
বস্তুর অবস্থানে কি মহাশূন্যের বক্রতা, ব্যাপ্তি ?
বস্তুর চালচলন, কথন বলন, অবকাশ
সবই কি বক্র মহাশূন্যের সঙ্গে ফিসফাস ?


অন্ধকারে একটি আবছা মূর্তি।
এলোমেলো কাঁচাপাকা উড়ন্ত চুল।
গালে হাসি এবং অসংখ্য বলিরেখা।
চোখ দুটি উপবৃত্তের দুই কেন্দ্র।


ভোরে জানালার ফাঁক দিয়ে এলো আলোক রশ্মি।
ঈশ্বর সেই রশ্মির দিকে আঙ্গুল দেখালেন।


বলে উঠলেন, এটাই বস্তুর সীমা।
বলে উঠলেন, এর পর ভাবের শুরু।


স্বপ্নের ঘুম ভাঙালেন আইনস্টাইন।
উদাসীন হেঁটে গেলেন সেই আদি গুরু।