কোকিলের ও গান শুনে শিস দিয়েছো -
ছুট্টে গিয়ে নীল জানালায়, হঠাৎ তালি।
                 এখানে একলা ঘরে অপেক্ষাতে
                 'সব ঝুট হ্যায়' মেহের আলী।


বর্ষায় সামনে সবুজ, সুর তুলেছো  -
তানপুরাতে, গান-বাগানের তুমিই মালি।
                 এখানে একলা ঘরে অপেক্ষাতে
                 'সব ঝুট হ্যায়' মেহের আলী।


পথে রোজ চলতে গিয়ে যা দেখেছো -
ক্যামেরায় কাব্য ফ্রেমের সে বর্ণালী।
                 এখানে একলা ঘরে অপেক্ষাতে
                 'সব ঝুট হ্যায়' মেহের আলী।


এতকাল পেরিয়ে এসে মন খুলেছো -
মনসিজ, উতল হাওয়ায় আজ মিতালি।
                 এখানে একলা ঘরে অপেক্ষাতে
                 'সব ঝুট হ্যায়' মেহের আলী।


আঁধারে পথের আশায় দীপ জ্বেলেছো -
বেলাশেষ, সঙ্গী তোমার সেই কাঙালি।
                 এখানে একলা ঘরে অপেক্ষাতে
                 'সব ঝুট হ্যায়' মেহের আলী।