এখন মন খারাপের উপাদান এতো বেশী ।
ঘরে বাইরে যে দিকে তাকাই, মানুষের রেষারেষি।


টেলিভিশন কোনো আশার খবর শোনায় না তো।
কেবলই দেখি ক্ষয়িষ্ণু সমাজ, জমা কঙ্কাল যত।


ভিড় করে আসে ভাগাড়ে শকুন ভীষণ ডানায়।
মৃতদেহ জুড়ে নীল মাছি ভরে কানায় কানায়।


ধর্ষিতা মেয়ের কান্না সমাজ শুনবে কবে ?
বলাৎকারীরা ফোন করে বলে, আবার হবে।


শিল্পী, কবিরা ভাগ হয়ে সব ফায়দা গোনে
রাজনৈতিক নেতাদের কাছে ভাষণ শোনে।


ধর্মের নামে চলছে বিভেদ চলছে ভাঙ্গন ।
কেউ নেই যেন , সব হারিয়েছে ,শূন্য আঙ্গন।


কেউ নেই যেন , সব হারিয়েছে ,শূন্য আঙ্গন।