স্বরসুধায় অবগাহনের কাল।

       তোমার গলায় কি সুর বাজে।
       অনাসক্ত অন্ধকার কাটে,
       উড়ে যাবার মুহূর্তে শালিকের ডাকে।
       ঊষসীর আলো পড়ে ঊর্ণনাভের জালে
       শঙ্খধ্বনি হাসি গান অনুদ্রুত তালে।


দেহসুধায় অবগাহনের কাল।


       তোমার চলায়, তোমার সাজে
       অবরুদ্ধ নিরংশু ললাটে
       অবলুপ্তির আগে প্রমত্ততা জাগে।
       দেহের দেহলী কাঁপে অনাবিষ্ট কালে
       অবাধ নির্ঝর ঝরে, বয় অন্তরালে।