তুমি বললে 'না', তাই নিরুপায়।
খোলা চুল বালিশের কাছে
হাত দুটি উদাসীন পড়ে আছে
নাভির রহস্যে ঘেরা ইঁদারায়।


নীল পুস্করিণীর কাছে এসে
নতজানু , নির্মোহ অবগাহন।
স্তব্ধ জরায়ু , স্তনের সন্মোহন।
অপচিত, বৃথা ফেরা শেষে।


তোমার ইচ্ছের পাশে ভুল করে
কয়েকটি অনুরত শব শুয়ে আছে।
অসহিষ্ণু কোকিল জারুল গাছে
সঞ্জীবনী গান গায় বাসন্তী সুরে।


নিস্পন্দ কিছু মুহূর্ত, নিঃশব্দ ভাঙ্গন।
আত্মলীনা, যখন হয়েছো সম্মত,
গোলাপী প্রতীক্ষা প্রান্তে শিখা সমুন্নত।
মেতে ওঠে সপ্তসুরে উৎসব প্রাঙ্গণ।  


তুমি বললে 'না', তাই নিরুপায়।
তবুও বল্লরী, তোমায় জড়িয়ে থাকা যায়।