বহু দেশ ঘুরে, কতশত নারী পুরুষের মুখের মাঝে
জনারণ্যে সবার মুখের দিকে তাকিয়ে তোমাকেই খুঁজি।
মাঠে ঘাটে , জনাকীর্ণ রাস্তায় আমি খুঁজে বেড়াই
সেই জোড়া ভুরুর মাঝে সূর্য ওঠা কালো টিপ,
নীল ঝিলের মাঝে জেগে থাকা সবুজ দ্বীপের মতো চোখ,
ঠোঁটের প্রান্তে মৃদু হাসির মতো লেগে থাকা বাদামি তিল
আর, আর .... নির্ঝরিণীর সংগীতের মতো সুরেলা কথা।
তুমি দূরে থেকেও কি দারুণ ভাবে জেগে ছিলে সর্বময়তায়।