তোমার বলা শব্দ গুলো ফুল হয়ে ফোটে।
কোনো এক মন্ত্রবলে সজীব হয়ে ওঠে।
প্রথমে অল্প নড়াচড়া , সদ্য ডিম ফুটে।
আলোয় বসে ওম নেয় শান্ত করপুটে।  
তারপর অতীন্দ্রিয় ডানা মেলে শূন্যে ওড়ে।  
তারা বেড়ায় ঘুরে আমার আকাশ জুড়ে।  

'তারপর'  এই মুহূর্তে পরবর্তী
বিশেষ কথাটির অপেক্ষায় সময়ের ডালে দোল খায়।


'হ্যাঁ গো' হৃদয়ের খাঁজে অন্তর্বর্তী
স্পন্দনের গতি বাড়িয়ে বলে 'তুমি বলো' ,'মন চায়।'


'ল-' বললেই  আমার সীমান্তবর্তী
সব ক'টি কোষ তরঙ্গিত হয়। বলে আয় ,আয়, আয়।


তোমার বলা শব্দগুলো ফুল হয়ে ফোটে।
অনেক রাতে জেগে দেখি, তারা হয়েও ফোটে।