তোমার কণ্ঠে কিছু কথা শুনবো বলে
আকণ্ঠ তৃষ্ণা নিয়ে সমুদ্র পারে বসে আছি।
পূর্ণিমার চাঁদ নোনা জলে ডুবে গেলে
তুমি সব ভুলে যেও , শুধু থেকো কাছাকাছি।


ভুলে যেও..... কোনোদিন হাতে হাত রেখে
জেনেছিলে, একবার হাত ধরা মানে
সুখে দুঃখে প্রাত্যহিক জীবনের ঘ্রাণ মেখে
সঙ্গে চলা। 'আমি আছি', বলা কানে কানে।  


ভুলে যেও..... দ্বিপ্রাহরিক ক্লান্ত অবকাশে
বসেছিলে অনাত্মীয় এক পুরুষের কাছে।
কথা ছিল, সেই কথাটা বলবে আশ্বাসে।
তবু হলো অন্য কথা, হারিয়ে যায় পাছে।  


ভুলে যেও.... শরীর জুড়ে সেতার সানাই বাজে।
এমন কথাও শুনেছিলে আবিষ্কারের দিনে।
তবু যেন মন মানে না, ব্যস্ত নিজের কাজে।
ভেবেছিলে বলবে সেদিন , নেবে যেদিন চিনে।


ভুলে যেও.... সেই দুপুরে কপোত ডানা মেলে
উড়েছিল নীল আকাশে খুশির ঠিকানাতে।
গ্রীক দেবীর অতুল গড়ন, আজও ভাবতে গেলে
জেগে ওঠে রূপ, অপরূপ সেই কল্পনাতে।


তোমার কণ্ঠে সে'সব কথা শুনবো বলে
আকণ্ঠ তৃষ্ণা নিয়ে সমুদ্র পারে বসে আছি।
না বলা সব কথা ধীরে ধীরে পলে অনুপলে  
ঝরে পড়ে বকুলের মতো, ফিরে যায় মৌমাছি।