হোলো হাজার চারেক ঘণ্টা ধরে কথা।
ফোনালাপ কি এমন কারও হয় ?
অরুণিমা, তুমি যেন তবুও অচেনা।
ফোনের পর্দা দেখি নিস্পন্দ, তন্ময়।


বলার ছন্দে নাচে আঙ্গুল কথাকলি।
ভাবি পেরিয়ে যাবো কোয়ান্টামের গলি।
ছুঁলে লজ্জা পাবে ? চলন বিলের পাখি,
শুনবে কথা, যদি নাম না ধরে ডাকি ?


যখন হেসে ওঠো, হাস্নুহানা ফোটে।
মধ্যরাতের সময় তখন পাগল হয়ে ছোটে।
আবার অভিমানী অতল কালো চোখ।
অরুণিমা, তোমার প্রেমিক কালপুরুষই হোক।