সপ্তসুরের সমুদ্রবেলায় সুরেলা পায়ের চিহ্ন
সে কি তোমার ছন্দময় হেঁটে যাওয়া ?
বাঁ পায়ের প্রশ্ন আঁকা সূক্ষ্ম বালু কণা
ডান পায়ের উত্তর দেখে অন্তমিলে পাওয়া।
শুদ্ধ স্বর ছুঁয়ে গেছো শুভ্র বালিতে
অনুপুঙ্খ আরোহতে তোমার বিবিক্ত গাওয়া।
অবরোহ তরঙ্গে মিলিয়েছো ঋষভ কোমল
সংগীত সাগর মাঝে তোমার তরী বাওয়া।