ভুলের ছদ্মবেশে ঠিক করেছো আগেও । যেমন উপেক্ষিত
বর্তমান, ভবিষ্যৎ দিনের আসন করেছ সংরক্ষিত।  


রেলযাত্রায় মন ছিল উদার উন্মুক্ত, অবাধ্য
তাই সাধারণ কামরায় অসাধারণ সব মানুষদের সান্নিধ্য


পাওয়া গেলো পাশাপাশি বসে, অকারণে হেসে
কমল কলি আঙ্গুল ছুঁয়ে শিহরিত আবেশে।


খোলা জানলা দিয়ে অবাধ হওয়ার সাথে আদিগন্ত সবুজ
রেখায় পদ্ম শালুক ফুলের বাহারী রঙের ফোঁটা। মন অবুঝ।


চোখে চোখ রেখে "বলো ", "না, তুমি বলো " খেলে
হেলে দুলে স্টেশনে থেকে বেরিয়ে রবির দেখা মেলে।


রিকশা চড়ে এদিক ওদিক ,অবাক পথিক, সবুজ সমারোহে
পথে পথে কোকিল গানের আরোহে অবরোহে


ভিজে গিয়ে, ভেসে গিয়ে ছেলেবেলার স্মৃতি
এলো ফিরে , ধীরে ধীরে অতীত সুখের গীতি।  


গান গেয়ে ,পথ চিনে যাওয়ার কথা ছিলো
সেই দেশে , যেখানে তুমি আছো। ভাবতেই ,সূর্য সোনা আলো।