তুমি এমন করে চোখ তুলে তাকালে  ...
পুরুষ কোকিলের অবিরাম কুহু-উ ডাক কোকিলার প্রতি
যেন হারিয়ে যেতে পারে, তার সোচ্চার ঘোষণা ভেসে আসে।
তারপর আবেগের কুঁড়িগুলি খুঁজে বেড়ায় মনের অন্ধিসন্ধি।


তুমি এমন করে চোখ তুলে তাকালে  ...
তোমার শরীর থেকে পঞ্চম সুরের নীল প্রজাপতি
দুই বাহারি পাখা মেলে আমার মধ্যম মালঞ্চে এসে বসে।
তারপর থেকেই শুরু হয় রাতজাগা জসরঙ্গী যুগলবন্দী।


তুমি এমন করে চোখ তুলে তাকালে  ...
দ্য ভিঞ্চির ক্যানভাসে সেই সময়ের চিহ্নিত যতি
আবার সচল হয়,  বিস্মিত মোনালিসাও ঠোঁট খুলে হাসে।
তারপর শব্দের আঁকিবুঁকিতে তুমি কবিতার নারী, অনুবন্ধী।